Baaghi 2 2018: বলিউড মাসালা মুভি, সাথে দুর্দান্ত একশন ও ড্যাম গুড মিউজিক

মুভি সম্পর্কে কিছু বলার আগে, আমি মুভির কেন্দ্রীয় চরিত্র টাইগার শ্রফ কে নিয়ে কিছু বলতে চাই। আমি ব্যাক্তিগত ভাবে মনে করি একজন অভিনেতা বা অভিনেত্রীর সাফল্যের একটি বড় নিয়ামক হচ্ছে তাদের নিজশ্ব একটি ইউনিক আইডেন্টিটি। যেমন শাহরুখের রোমান্স, সালমানের ষ্টাইল, আর আমিরের পারফেকশন। এই সমস্ত গুনগুলো এই অভিনেতার দের একটা লম্বা সময় ধরে সাফল্যের চূড়ায় স্থিতি দিয়েছে। অতএব, একজন অভিনয় শিল্পীর একটি নিজশ্ব স্বকীয়তা দ্যাট ম্যাটারস ! এই মুভিতে টাইগার শ্রফ কে একশন হিরো হিসেবে আমার যথেষ্ট সম্ভাবনাময় মনে হয়েছে। মুভির একশন দৃশ্য গুলিতে তিনি বেশ ভাল দক্ষতার সাথে ফুটিয়ে তুলেছেন। আর এই বিষয় টাই ছিল এই মুভির সাফল্যের অনেক বড় একটা কারণ। আশাকরি টাইগার তার এই একশন ইমেজ টি আগামী তেও কন্টিনিউ করবেন।
Baaghi 2 2018

বাঘী ২ মুভিটা মুলত তেলেগু মুভি #Kahanam এর রিমেক। বাঘী ২ রিমেক হলেও মুভির মুল থিম থেকে সরে যায়নি, কিন্তু পরিচালক আহমেদ খান কিছু বলিউডি স্টাইল এই মুভিতে নতুন করে সংযোজন করেছেন। বানিয়েছেন টিপিক্যাল বলিউড মাসালা মুভি, সাথে দুর্দান্ত একশন ও ড্যাম গুড মিউজিক। কন্ঠ শিল্পী আতিফ আসলাম বেশ ভাল গেয়েছেন এই মুভিতে।

এক্স গার্লফ্রেন্ড এর ফোন পেয়ে আর্মি ম্যান রনি সাত দিনের ছুটি নিয়ে তার সাথে দেখা করতে যায়। এসে সে জানতে পারে তার এক্স গার্লফ্রেন্ড এর মেয়েটা হঠাৎ করেই নিখোঁজ। আরও আশ্চর্যের বিষয় রনির জন্যে এটা যে, একমাত্র তার গার্লফ্রেন্ড নেহা ছাড়া আর কেউই স্বীকার করছে না যে নেহার একটি মেয়ে ছিল। এমনকি নিখোঁজ মেয়েটির বাবা ও না। ঘটনাক্রমে একদিন নেহাই মেয়ে হারানোর শোকের আকর্ষিকতায় আত্মহত্যা করে বসে। রনি, মেয়েটিকে খুজে পাবার চুড়ান্ত অভিযান এরপরেই শুরু করে।

বক্স অফিসে সুপার হিট তকমা পাওয়া মুভিটি পিউর বলিউড লাভারস দের নিরাশ করবে না।

হ্যাপি ওয়াচিং।

#Baaghi 2 (২০১৮)
একশন, থ্রিলার
পরিচালক: আহমেদ খান
অভিনয় : টাইগার শ্রফ, দিশা পাত্নী, মনোয বাজপেয়ী

#TEAM MLOBD 🇧🇩
Ask laftan anlamaz Full Turkish Movie Review

kaspermoviesBollywood Movies ReviewBaaghi 2 2018: বলিউড মাসালা মুভি,সাথে দুর্দান্ত একশন ও ড্যাম গুড মিউজিক
Baaghi 2 2018: বলিউড মাসালা মুভি, সাথে দুর্দান্ত একশন ও ড্যাম গুড মিউজিক মুভি সম্পর্কে কিছু বলার আগে, আমি মুভির কেন্দ্রীয় চরিত্র টাইগার শ্রফ কে নিয়ে কিছু বলতে চাই। আমি ব্যাক্তিগত ভাবে মনে করি একজন অভিনেতা বা অভিনেত্রীর সাফল্যের একটি বড় নিয়ামক হচ্ছে তাদের নিজশ্ব একটি ইউনিক আইডেন্টিটি। যেমন শাহরুখের...